ডিসেম্বরের শহরে

ডিসেম্বরের শহরেছবি: হাসান রাজা

তোমার ডিসেম্বরের শহরে
আমার একলা থাকার প্রহরে
ধোয়া মাখা এক কফিই সকাল সঙ্গী,
আধখানা এক টোস্টের মতো
অর্ধলেখা গল্প যত
অপূর্ণতাতেও পূর্ণতা পাওয়ার ভঙ্গি।

শিশির ভেজা গাছের পাতা
ডালের ফাঁকে পাখির কথা
না চাইলেও কানে এসে ধরা দেয়,
সকাল বেলার শীতল হাওয়া
সোনা মাখা রোদ আসা-যাওয়া
দিনের শুরুতে রোজ তো এসে খবর নেয়।

পথের ধারের শুষ্ক বালি
মলিন ঠোঁটে হঠাৎ হাসির ফালি
ভাবনাগুলো ঝড়ের মতো বদলায়,
দেখা না পাওয়ার ব্যস্ততাতে
ঠুনকো যত অজুহাতে
ভেতরটাকে ভীষণ করে নাড়া দেয়।

এই শীতটা তোমার ভালো কাটুক
গায়ে সুখের তুষার পড়ুক
থেকো ভালো জীবনের সব প্রহর,
সকাল বিকেল কফির ধোঁয়ায়
হালকা শীতল হাওয়ার ছোঁয়ায়
একলা আমার ডিসেম্বরের শহর।