দ্বিধা

অলংকরণ: আরাফাত করিম

চাই না আমি চাচ্ছি তবুও—হোক আমাদের দেখা
বিষাদ কালি সাদা কাগজ—ব্যথার কাব্য লেখা,
তোমায় নিয়ে ভাবছি কেন—জানি মায়ার খেলা
ভাবব না আর পণ করেছি ভেবেই কাটে বেলা।
তোমার পানে রইব না আর অবাক চোখে চেয়ে
তবুও আমার চোখ সরে না তোমার নামটা গেয়ে,
চাইছি আমি সরেই রব আর যাব না কাছে
হঠাৎ দেখি তোমার ছায়া আমার ছায়ায় নাচে।
ছুঁইব না আর হাত বাড়িয়ে হাত গুটিয়ে রাখি
ছোঁয়ার আশায় বুকের ভেতর ডাকে অচিন পাখি।
এক পা গেলে দুই পা পিছাই উজান মায়ার টানে
একদিন তোমায় ভুলেই যাব মনে রাখার গানে।