বন্ধু থেকে প্রিয়তম

অলংকরণ: তুলি

বন্ধু তোমার একদিন সঙ্গী হব,
প্রভাতের মিছিলে তোমার সঙ্গে
যোগ হবে আমারও একটি স্লোগান।
মধ্য দুপুরে কোকিলের বসন্ত এসে
কৃষ্ণচূড়ার রাঙা ফুলের মালা হাতে,
একদিন এসো আমার দুয়ারে।

একগুচ্ছ গোলাপ নয়,
রাধাচূড়া এনো আমায় করতে বরণ।
একটা গিটার হাতে রমনার বটমূলে
তোমার গাওয়া গান যেন
হৃদয়ছোঁয়া আবেগে ভাসে।

আমি যেন নীল আকাশ হয়ে
তোমার আঙিনায় দাঁড়িয়ে থাকি,
ভালোবাসার রং হয়ে তোমাকে করতে
আলিঙ্গন সীমাহীন মায়া নিয়ে।

একপশলা বৃষ্টির জল হয়ে
আমি আসব শ্রাবণের দিনে
তোমার মনের উঠান ভিজিয়ে
মাটির সোঁদা গন্ধে ভরিয়ে দিতে।

তুমি পাগল করা ভালোবাসা লুটিয়ে দিও,
আমার লাল আলতা পরা পায়ে,
তোমার মনে ঘরে ফিরে এলে
জ্যোৎস্না রাতের এক বর্ণিল স্বপ্নে বিভোর হতে।
তুমি বন্ধু থেকে আজ প্রিয়তম হলে
আমার হৃদয়মাঝে।