অবাঞ্ছিত আমি

ছবি: ফ্রিপিক

দিন দিন নিজেকে বড় বিরক্ত লাগে,
মনে হয়, আমার কথা, আমার যত্ন,
অন্যের মনে শুধু ক্লান্তির ছায়া জাগে।
আমি যেন বিষাক্ত হাওয়া,
আমার উপস্থিতি অশুভ বার্তা হয়ে আসে,
চোখে চোখ পড়লেই নেমে আসে নীরবতা,
হৃদয়ের দরজা বন্ধ হয়ে যায় ধীরে ধীরে।
তবু মন বলে, কেন এমন হবে?
আমি তো দিতাম ভালোবাসা, যত্ন, কথা;
কেন তবে সেসব বিষ হয়ে গেল?
কেন আমি হয়ে উঠলাম অবাঞ্ছিত ছায়া?
তবু আকাশের মতো থাকব চুপি চুপি,
যদি কারও মনে কোনো দিন জাগে—
একবিন্দু স্মৃতি, একটুখানি দরদ,
তবেই বুঝব, অশুভ হয়েও ছিলাম সত্য।