জীবন কিসের মতো

জীবন নানা রঙেরছবি: পেক্সেলসডটকম

জীবনটা ফুল নাকি পাখি, নাকি আকাশ, অথবা খসে পড়া জ্বলন্ত তারা...? কারও কারও জীবন আলতো করে পড়ে যাওয়া তারার মতোই।

জীবন তো আসলে ঋতুর মতো। রূপ-সাজ পরিবর্তন করে। না, জীবন নদীর মতো, বৃক্ষের মতো! আসলে জীবন সবকিছুর মতোই। হঠাৎ শিশিরের মতো বুকের ভেতর প্রেম জমে, আবার কালো মেঘের মতো মনে জমে বিষাদ, রাগ, ক্ষোভ...।

জীবন আকাশের বুকে তারার মতো। কখনো পূর্ণিমার রাতের মতো মনে প্রিয় মানুষের ভিড় জমে। আবার কখনো হুট করে খসে পড়া তারার মতো প্রিয় কারও নাম বুকের বাঁ পাশ থেকে ঝরে পড়ে।

আচ্ছা, জীবন যদি পাখির মতো হতো? পদ্মা নদীর পুঁটি মাছ টুপ করে খেতে পারতাম! জীবন তাহলে পাখির মতো হোক...।

জীবনটা আসলে ফুলের মতো। হঠাৎ কুঁড়ি আসে, ভ্রমর এসে বসে থোরাসের ওপর, আর গুনগুনিয়ে কখন যে প্রিয়তমার নাম বলে যায়! আবার কখনো চুপসে যাওয়া ফুলের মতো চারপাশ ভালো থাকলেও মুখ গোমড়া করে বসে থাকতে ইচ্ছা করে। কখনো সুগন্ধি ছাড়ায় আর একটা কিছু আসলে দুর্গন্ধ ফুলের মতো তাকিয়ে দেখে না কেউ। আবার রংচঙের দিকে থাকলে শত কাঁটা থাকা গোলাপের মতো কদর থাকে!

কেউ বলে, জীবন নদী-বৃক্ষের মতো। তীরের ঘরবাড়ি নদী যেমন করে ভেঙেচুড়ে নিয়ে যায়, আবার কখনো নদীর পানি অনেক দূরে চলে যায়। জীবনও তেমনি। কখনো দুঃখ-কষ্টে মন ভাঙচুর হবে, আবার কখনো সুখ এসে পরিপূর্ণ করে দিয়ে যায়।

বৃক্ষের মতো শাখা-প্রশাখাময় জীবনে একেক ঢালে ঘটে একক ঘটনা। কখনো যে ঢাল ধরে ভেঙে যায়, নীড় ছাড়া পাখির বসত হয় না কোনো ঢালে।
তাহলে জীবন মানে কী? জীবন মানে হরেক রকম রঙের মিশ্রণ।

বন্ধু, চট্টগ্রাম বন্ধুসভা