অপেক্ষা, সে তো ফুরায় না!

অপেক্ষাফাইল ছবি

এই যে আমি আপনাকে ভালোবাসি, গোপনে আপনার কথা ভেবে মুচকি মুচকি হাসি। সব ভালো লাগা তো আপনাকে ঘিরেই। এই ভালো লাগা, ভালোবাসা সবটা না হয় অজানাই থাকুক।

মাঝেমধ্যে মনে হয় আপনাকে সবটা বলি। কিন্তু জানেন খুব ভয় হয় আমার। কেন জানি মনে হয় সবটা বলার পরে দূর থেকে আপনাকে দেখার সুযোগটাও যদি হারিয়ে ফেলি।

সব সময় আপনার জন্য অপেক্ষা করি, আপনার ছন্দ বুনি; আপনার স্বপ্নগুলো আমাতেই লালন করি।

এই বুঝি আপনি আমাকে কাছে টেনে নিলেন। অপেক্ষা, সে তো ফুরায় না! আপনি চলে গেলেও ফুরায় না, আবার কাছে ফিরে এলেও ফুরায় না। প্রহরের পর প্রহর যায় অপেক্ষার বেলা শেষ হয় না। চিরদিন অপেক্ষায় আমি।