তিক্ত বিষাদ চোখে

অলংকরণ: আরাফাত করিম

জীবনের আলমিরায় ভাঁজ করা গল্পে
একটুকরো তিক্ততার রং মাখা!
শতরঞ্জি দুঃখদের সেলাই করে
জোড়াতালি দিতে দিতে
গুনে ধরেছে আজ মনের বাগিচায়।

এখানে বিষণ্নতার ব্যাধিতে নুয়ে পড়েছে
জলরঙের মিশ্রিত আত্মা!
অল্পস্বল্প গল্পের গায়ে পচন ধরে আছে
বছর কয়েক আগে;
ক্ষত সারাতে মেলেনি কোনো ঘাস–লতা।

যন্ত্রণার চিবুকে আষ্টেপৃষ্টে ভেঙেছে বুকের পাঁজর
তুলতুলে ব্যথার উপশম মেলে কি আর ঘন কুয়াশায়!
বাহারি মলাটে ধুলা জমে একাকার হয়ে আছে
অযাচিত কল্পনায়।
কোথাও নেই এতটুকু স্বচ্ছ ভালোবাসা!
অনর্থক স্বপ্ন বুনে বুনে চলেছে পাখি একটানা।
বিষাদের ছাপ স্পর্শ করে কেবলই তার দুচোখের পাতায়।