দ্বিধাদ্বন্দ্ব

অলংকরণ: মাসুক হেলাল

আজকাল মানুষের মুখ দেখে আঁতকে উঠি
আশ্চর্যও হই খুব
টুকরো টুকরো ভাঙা আয়নাতে দেখা মুখের মতো
খুব চেনা মুখাবয়বের আড়ালে আবিষ্কার করি
শত সহস্র অচেনা সব মুখ।
চারপাশের মানুষগুলোর চোখে তাকিয়েও
বড় বেশি বিস্মিত হই, দুরুদুরু কাঁপে বুক
একটি চোখের গভীরে দেখি ভিন্ন ভিন্ন দৃষ্টি
সরল চাহনির অন্তরালে গোপনে চেয়ে থাকে
ভয়ঙ্কর গরল চোখ।
সহজ মনে সবার মন ছুঁতে গিয়েও
যারপরনাই হতাশ হই!
এক হৃদয়ে পুষতে দেখি হরেক রকম মন
দ্বিধাদ্বন্দ্বের ফাঁদে পড়ে
হৃৎপিণ্ডের জমিনে অনুভূত হয় শঙ্কার কাঁপন।