মমতাময়ী তেজস্বী
আমার যত ক্লান্তি আছে
তোমার আঁচলের ছায়ায় ঢাকা,
আমার সকল পরাজয়ে
তোমার সান্ত্বনার ছবি আঁকা।
গভীর আঁধারে মশাল হাতে
তুমিই জ্বালাও স্বস্তির আলো,
বেহিসাবি সকল অপূর্ণতায়
পূর্ণতার আদর ঢালো।
তোমার মনে মায়ায় ভরা
পদ্মের মতো কোমল,
অন্যায়ে আবার রুখে দাঁড়াও
গোলাপ কাঁটার গরল।
তুমি, ফাতেমা-আয়েশা-মরিয়ম
দোজাহানের মাতা,
তোমার হৃদয়ে খোদার ইশারায়
দরদের শীতলপাটি পাতা।
দেবীরূপে শত সন্তানের মা তুমি
ছড়াও জগতে শান্তি,
ভরসার হাত মাথায় রেখে
ঘুচাও সকল ক্লান্তি।
হে নারী তুমি এ জগতের উজ্জ্বল নক্ষত্র
তুমি সকল কাজের অনুপ্রেরণা,
নতুন নতুন সৃষ্টির চেষ্টায়
তোমার নেই কোনো তুলনা।
তুমি নিজেই নিজের তুলনা
তুমি চিরায়ত মা, বোন, সহধর্মিণী
যার একটিই পরিচয় নারী
মমতাময়ী তেজস্বী রমণী।