সুখের শিকড়

অলংকরণ: মাসুক হেলাল

বেদনার বাঁশি ছিঁড়ে ফেলে আমার সুখের শিকড়
আমি হারিয়ে ফেলি মানবতার দুয়ার
বিষণ্নতা আঁকড়ে ধরে নিয়ে যায় আমাকে এক
অশান্ত নদীর তীরে, খাঁ খাঁ রৌদ্রের সম্মুখে,
ওলট-পালট হয় জীবনের রঙিন স্বপ্নগুলো।

বুকের মধ্যখানে প্রতিনিয়ত যন্ত্রণার ঢোল বাজে
সেই ঢোলের তালে তালে নৃত্য করে দুঃখগুলো
দিন দিন বাড়তে থাকে মহামারির মতো কষ্ট
নদীভাঙনের মতো শুনতে পাই হৃদয়ের গভীরে,
এক করুণ আর্তনাদের সুর।

তরতাজা দেহটি হয়ে ওঠে শুকনা কাঠের টুকরা
ঝরে পড়া পাতার মতো,
জীবনের সব আশা লুটোপুটি খায় মাটির বুকে
বাতাসও তাড়িয়ে আসে সেই ঝরে পড়া পাতার দিকে
অবশিষ্ট শব্দ বলতে সেখানে কিছুই থাকে না।