ওই দূর শূন্যতায়
নিজেস্ব আলো হারানোর বেদনায়
আজ আমি একান্তই হতভম্ব প্রায়!
হৃদশূন্যতায় চাপা অভিমান বিস্তর বিরতিময়,
নীরব নিঃস্ব রাত, অবশেষে আঁধারেই পরিচিতি!
প্রশংসার কৃতিত্ব মুছে দিয়ে হঠাৎ দমকা হাওয়ায়,
অভিলাষের বিস্তার ভূমিতে শুধুই ব্যর্থতার জল।
নিরবচ্ছিন্ন ছায়াহীন জীবন মাঝে অদ্ভুত ফাটল;
যা সততই উন্মুক্ত
আজ আমার আমিতে শূন্য, শূন্যতায় কারাবাস!
শূন্যতায় ছড়িয়ে কালো মেঘ, সকাল, তপ্ত দুপুর,
গোধূলির বিকেল সর্বত্রই রয়ে গেছে শূন্যতা!
রবির উষ্ণতায় দৃষ্টির মধ্যে সীমানায় দাঁড়িয়ে
কতবার অনুমানের অনুভূতিদ্বয়ে ভেবেছি,
তুমি নও বাস্তব, তুমি রয়েছ ঐ দূর শূন্যতায়!