ফুলের বাগান

দেলোয়ার-সেলির বাগানজুড়ে বিদেশি ফুল টিউলিপের হাসি। কেওয়া পূর্বখন্ড, শ্রীপুর, গাজীপুরছবি: সাদিক মৃধা

ফুলের বাগান প্রিয় আমার
প্রিয় ফুলের হাসি
প্রজাপতির ওড়াউড়ি
ভীষণ ভালোবাসি।

ফুলের সুবাস পেয়ে যখন
মৌমাছিরা আসে
মন হাসে তো সঙ্গে আমার
জগতটাও হাসে।

পাখপাখালির কিচিরমিচির
সকাল–সন্ধ্যা বেলা
পাতায় পাতায় ফুলে ফুলে
বসে তাদের মেলা।

বাড়ির শোভা বাড়ায় বাগান
সাজায় পরিবেশ
ছড়িয়ে দেয় চারপাশেতে
একসুখের আবেশ।