দুই চাকার পরিবেশবান্ধব বাহন সাইকেল

পরিবেশবান্ধব এই যান শহরের জ্যামে হয়ে উঠতে পারে সবার প্রিয় বাহনফাইল ছবি

অনেকের শখের বাহন। কারও কাছে আবার নিত্যদিনের প্রয়োজন মেটানোর সঙ্গী। দুই চাকার পরিবেশবান্ধব বাহন সাইকেল শুধু একটি বাহন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক গল্প, আবেগ-অনুভূতি। যুগ যুগ ধরে সাইকেল প্রয়োজনীয় বাহন হিসেবে ব্যবহৃত হয়ে এলেও এখন এই দুই চাকার বাহনের সংজ্ঞা বদলেছে। শুধু আসা-যাওয়ার বাহন হিসেবে নয়, সাইকেল ব্যবহৃত হচ্ছে ঘুরতে যাওয়ার বাহন হিসেবেও। কেউবা আবার দূরের পথ কিংবা দুর্গম রাস্তার অ্যাডভেঞ্চারের সঙ্গী হিসেবে বেছে নেন সাইকেল।

সাইকেলে ঘুরে বেড়ানো কারও কাছে শখ, কারও কাছে আবার নেশার মতো। জ্যামের এই শহরে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে কাটানোর চেয়ে সাইকেলে চেপে অফিসে বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া একদিকে যেমন সময়সাশ্রয়ী, অন্যদিকে সুস্থ শরীরের পক্ষেও বেশ কার্যকর। ব্যস্ততার জন্য যাঁরা শরীরচর্চায় সময় দিতে পারেন না, তাঁরা বাহন হিসেবে বেছে নিতে পারেন সাইকেলকে। জ্যামের সময়টাও বেঁচে গেল, শরীর ও মনও থাকল সতেজ।

কেবল শখের বশে এদিক-সেদিক সাইকেল নিয়ে বেরিয়ে পড়া নয়, সাইক্লিং আজকাল তারুণ্যের বিশেষ প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহান্তে বাসায় গা এলিয়ে না দিয়ে অনেকেই সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। চলে যান দূরদূরান্তে।

আবার সাইকেল যে সব সময় ভ্রমণের কাজেই ব্যবহার হয়, তা কিন্তু নয়। এটি সচেতনতা তৈরির লক্ষ্যেও ব্যবহার করা হয়। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে র‌্যালি, মাদকবিরোধী র‌্যালি, জীববৈচিত্র্য রক্ষার্থে র‌্যালিসহ সচেতনতা তৈরিতে বেরিয়ে পড়েন বিভিন্ন সংগঠনের সদস্যেরা।

বন্ধু, চকরিয়া বন্ধুসভা