আবার যদি ফিরে পেতাম
কিশোরবেলার জীবন,
বালু মাটির ঘর বানিয়ে
খেলতাম ইচ্ছেমতন।
লুকোচুরি খেলতাম আবার
বন্ধুরা সব মিলে,
মনের সুখে ঝাঁপ দিতাম
পদ্মভরা ঝিলে।
ছোটাছুটি করতাম আবার
গ্রামবাংলার মাঠে,
পালাতাম মাকে লুকিয়ে
ফাঁকি দিতাম পাঠে।
ফড়িং ধরতে যেতাম সবাই
সবুজ ধানের খেতে,
রঙিন ঘুড়ি উড়িয়ে দিতাম
আনন্দতে মেতে।