আবদ্ধ তোমার প্রেমের বলয়ে

অলংকরণ: তুলি

তোমার অকৃত্রিম নিঃস্বার্থ ভালোবাসার বৃত্তে
অহর্নিশ বন্দিত্বের বেড়াজালে আটকে গেছি।
প্রসারিত বাহুবন্ধনে আবদ্ধ রেখেছ মমতায়
ভালোবাসার পূর্ণ গ্রাসে ছেয়ে ফেলেছ অন্তর।

প্রণয় কারাগারে বন্দী আমি প্রেমের এক কয়েদি
জীবনভর কয়েদ থাকতে চাই তোমার এ জেলে।
প্রণয়ের এত সমাহার কোথা হতে পাও যে তুমি?
ঋণী করে, আবদ্ধ করেছ নিজ প্রেমের বলয়ে।
কিসে শোধ হবে বলো, ভালোবাসার এত ঋণ
সুযোগ দিয়ো আমাকেও ভালোবাসতে তোমায়।