অণুকাব্য

প্রথম আলো

১.

গদ্যে লিখেছি, পদ্যে লিখেছি

শুধুই তোমার নাম,

তোমার নামে ভরে গেছে

বুকের ডান-বাম।

২.

অভাব আসছে তেইশ সালে

ভয় পাই না তাতে,

তোমার অভাব সারা জীবন

থাকবে কলিজাতে।

৩.

তবে কেন মনের ওপর

ফেলেছিলে প্রভাব,

এখন আমার সবি আছে

শুধু তোমার অভাব।

৪.

সবি আছে

কাঁদছি তবু কী অভাবে!

তোমার জন্য

মন পুড়ছে ভীষণভাবে।

৫.

মনের ওপর

ভীষণ প্রভাব তোমারি,

কতবার যে পরেছি প্রেমে

করা হয়নি শুমারি।

৬.

যদি হঠাৎ কখনো

শান্তিতে মন ভরে যায়,

তবে জেনে নিয়ো প্রিয়

কেঁদেছি আমি প্রার্থনায়।

৭.

ভালোবাসার

ষোল আনা

কারে দিব

নাইরে জানা।