<p>শুভ্র সাদা কাগজ আমার<br>বিশাল বড় আকাশ,<br>কালো মেঘ কালিতে করি<br>মনের ভাব প্রকাশ।<br>ছন্দে ভরে ওঠে আমার মন<br>কবিতার যত ভাব,<br>তোমায় নিয়ে সকল লেখা<br>ভালোবাসার প্রভাব।</p>.<p>এই কবিতা তোমার জন্য<br>হৃদয় ছুঁয়ে যাক,<br>বিশাল মনে তোমার জন্য<br>ভালোবাসা ভরে থাক।</p>
<p>শুভ্র সাদা কাগজ আমার<br>বিশাল বড় আকাশ,<br>কালো মেঘ কালিতে করি<br>মনের ভাব প্রকাশ।<br>ছন্দে ভরে ওঠে আমার মন<br>কবিতার যত ভাব,<br>তোমায় নিয়ে সকল লেখা<br>ভালোবাসার প্রভাব।</p>.<p>এই কবিতা তোমার জন্য<br>হৃদয় ছুঁয়ে যাক,<br>বিশাল মনে তোমার জন্য<br>ভালোবাসা ভরে থাক।</p>