মানুষ হবার মন্ত্র

অলংকরণ: তুলি

চলার পথে মানুষ তোমায় বলবে অনেক কিছু
তাই বলে কি থেমে যাবে মাথা করবে নিচু?
মানুষগুলোর স্বভাব এমন বলবে অনেক কিছু
পদে পদে লজ্জা দেবে নেবে তোমার পিছু।

নিজেকে ভাবে মহাজ্ঞানী ভেতর কিন্তু ফাঁকা
এমন লোককে না চিনিলে খাবে তুমি ধোঁকা
সামনে তোমার ভালো বলবে পিছে গান্ধি পোকা
এমন লোককে বন্ধু ভাবলে খাবে তুমি ছেঁকা।

দুঃখ-সুখের পারাপারে জীবন আয়ুর ভাঁজ
সহজভাবে মানতে হবে করব নিজের কাজ
ছোট কিংবা ক্ষুদ্র কাজে নেই তো কোনো লাজ
অল্প তুষ্টির জীবন গড়লে শান্তি করবে রাজ।

জীবনযুদ্ধে চলার পথে বাধা অনেক আসবে
কথার নদী পাড়ি দিলে সুখে তুমি ভাসবে
নিজেকে তুমি না চিনিলে কাঁদবে তুমি কাঁদবে
মানুষ হবার মন্ত্র শিখলে হাসবে তুমি হাসবে।