আমাদের নজরুল
সেই যে ছেলেবেলায় বাবা-মা হারিয়ে
দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত অসহায় এক শিশু
আমাদের দুখু মিয়া।
জীবিকার তাগিদে কখনো আজান দিতেন
করতেন মাজারে খাদেমগিরি
কখনোবা আসানসোলের চা-রুটির দোকানে
আটা-মাখার জোগালি হয়ে
কিন্তু দারিদ্র্য তাকে দমাতে পারেনি কখনো
দামাল কিশোর নজরুলের শিল্পীমন
ছুটে যেতে চায় অসীমের পানে
চাচা বজলে করিমের অনুপ্রেরণায়
যোগ দেন লেটোর দলে
রচনা করেন ‘শকুনি বধ’ ‘চাষার সং’ গীতিনাট্য ও প্রহসন
বহু মারফতি পাঁচালি ও কবিগান
সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে তাঁর সুখ্যাতি
নজরুল একটি বিস্ময়
ব্রিটিশ ভারতের অগ্নিযুগের এক অগ্নিপুরুষ
উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের এক মহানায়ক
সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে শোষিত জনতার পক্ষে
রচনা করেন কবিতা ও গান
পড়েছেন শাসকগোষ্ঠীর রক্তচক্ষুর রোষানলে
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে করেছেন কারাবরণ
তবু মাথা নত করেননি
বরং অগ্নিকণ্ঠে উচ্চারণ করলেন—
‘এ দেশ ছাড়বি কি না বল
নইলে কিলের চোটে হাড় করিব জল।’
আমাদের মুক্তিযুদ্ধেও নজরুলের গান-কবিতা
হাজারো মুক্তিযোদ্ধাকে দিয়েছে অনুপ্রেরণা ও সাহস
এই হলো নজরুল!
নজরুল সাম্যের কবি, নজরুল প্রেমের কবি
নজরুল মুসলমানের কবি, হিন্দুর কবি
নজরুল মানবতার কবি, কবি যৌবনের।
ধর্মনিরপেক্ষতার, ভালোবাসার ও প্রকৃতির কবি
সকল দেশের, সকল মানুষের, সকল যুগের
সর্বকালের কবি
আমাদের নজরুল
নজরুল একজন বিদ্রোহী কবি
পৃথিবীর যেকোনো প্রান্তের
নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মানুষের পক্ষের কবি
নজরুল পৃথিবীর কবি
নজরুল আমাদের জাতীয় কবি।