অণুকবিতা

অলংকরণ: আরাফাত করিম

এক.
যদি রাতের ব্যথায় দিনেও ব্যথিত হও
দুঃখ ব্যতিত পৃথিবী—
তোমাকে আর কিছুই দেবে না।

দুই.
নিজেকে প্রস্তুত করছি গুণে ও জ্ঞানে
আমাকে ফেরাবে তুমি কোন বিধানে!

তিন.
যাচ্ছ যাও দূরে কোথাও
একলা নও!
আমাকেও নিয়ো সাথে।

চার.
একটা দুঃখহীন পৃথিবীর স্বপ্ন দেখি;
জেনেছি, এই স্বপ্ন
বুনতে বুনতে মানুষ পাখি হয়ে যায়।

পাঁচ.
আমার যে গান কাঁদাবে তোমায়,
সে গান আমি লিখব না।

ছয়.
তুমি প্রার্থনার মতো সুন্দর
বেরোজগার জীবনের দীনতার মতো বিস্ময়
হাতের রেখায় লেপটে আছে হারানোর ভয়।

সাত.
তোমাকে মুগ্ধ করে যেসব কবিতা
যেসব কবি
আমি তাঁদের ঈর্ষা করি।

আট.
হয়তো ততটাও সুদর্শন নই
যতটা সুদর্শন দাবি করে গল্পের নায়িকারা
তারপরও তোমার পাশে দাঁড়ালে মন্দ লাগত না।

নয়.
কথার কাছেই হেরে যায় সব কথা
শুধু পড়ে থাকে,
শুকনো কিছু অনুভূতি।

দশ.
আমার ঘরেও জ্বলবে প্রদীপ, ফুটবে আলো, কাটবে আঁধার
ওই আলোতেই জ্বলব আমি, মুছে ফেলে সব স্মৃতির পাথার।