আমার প্রহরজুড়ে বয়ে বেড়ানো বিষাদেরা অপেক্ষায় অপেক্ষায় তোমার স্পর্শ খুঁজে বেড়ায় দিগ্বিদিক। শেষে বিলীন হয় আমার গন্তব্যের পথের রেখা। আকাশের দিকে তাকিয়ে ভাবি, এই পৃথিবীকে স্পর্শ করেছে যতটুকু স্নিগ্ধতা, তার সবটায় মিশে আছ তুমি। কিন্তু সে কথা জানে কেবল আমার অন্তর্যামী।