এআইয়ের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা

আলোচনা চক্রে পার্বতীপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ মুহূর্তে বিশ্বের অন্যতম আলোচ্য বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এটির সুবিধা-অসুবিধা নিয়ে চারদিকে নানা আলোচনা হচ্ছে। ১৬ আগস্ট বিষয়টি নিয়ে আলোচনা সভা করে পার্বতীপুর বন্ধুসভা।

‘দুঃখিত হওয়ার চেয়ে নিরাপদ থাকা ভালো, অনলাইনে সতর্ক থাকুন’ স্লোগানে সভায় এআই কী, এআইয়ের বিভাগ, এআই কীভাবে কাজ করে, এআইয়ের সুবিধা-অসুবিধা এবং সাইবার বিশ্বে কীভাবে নিরাপদ থাকা যাবে—এসব নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বইমেলা সম্পাদক জেরিন ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মারিয়া জামান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবিদ শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মাইসা আফরিন, বন্ধু ঈসমাইল হোসেন ও মো. নিরব।

সাধারণ সম্পাদক, পার্বতীপুর বন্ধুসভা