আমি যা চাই
আমি চাই, তোমার ঘরের চড়ুই মহাকাশ ডিঙিয়ে উড়ুক
আমার শালিকের মতো মগডালে বাসা বাঁধুক, ছুটুক
মুক্ত জীবনের স্বাদ পাক।
মুক্ত আকাশে ওড়া পাখি আমার পছন্দের।
আমি চাই, তোমার পলাশ, কৃষ্ণচূড়া আর আমার বকুল একই বাতাসে সুবাস ছড়াক,
একই মাটিতে পাশাপাশি জন্মাক।
তোমার কৃষ্ণচূড়াকে আমার বকুলের মতো সাদা, ফ্যাকাশে হতে বলছি না।
অমন চাওয়া আমি চাইনি কখনো।
আমি চেয়েছি, তোমার পৃথিবীর সমস্ত নীল কিছুটা হলুদ হয়ে যাক
শুনেছি- ‘নীল’ কষ্ট কিংবা বেদনার রং;
গাঢ় নীল এবং ঘন অন্ধকার আমি ভয় পাই।
আমি ভয় পাই তোমার দুঃখ, দুঃখের চারপাশ।
আমি অমনটা চাই না।
আমি চাই, কিছুটা জ্যোৎস্না!
তোমার মাঝরাতে, তোমার জ্যোৎস্নায় কিছু ব্যক্তিগত জোনাকি ওড়াতে চাই
তোমার কুয়াশাচ্ছন্ন দূর্বাঘাসে নিজস্ব কিছু শিশির ঢালতে চাই
অথবা তোমার ধুলোখেলা পড়ন্ত বিকেলে
আমি আমার মেঘের বৃষ্টি নামাতে চাই।
আমি এমনটাই চাই।