ভাই–বোনের সম্পর্ক
ভাই–বোন চিরসাথী মায়ার বাঁধন,
প্রেম-প্রীতি ভালোবাসা আদরের ধন।
সুখে-দুঃখে এক হয়ে দিন করে পার,
দূরে গেলে মনে পড়ে কত শত বার।
ভাই চায় বোন তার পায় যেন সুখ,
সদা তাই করে কাজ মুছে দিতে দুখ।
বোনের হৃদয় মাঝে ভাই সদা রয়,
তার মতো এত প্রিয় আর কেহ নয়।
জীবন চলার পথে সঙ্গে থাকে ভাই,
জ্বলে যদি ছাই হয় তবু দেয় ঠাঁই।
বোনের চোখের জল ভাইকে কাঁদায়,
হাসিমাখা মুখ দেখে ভাই সুখ পায়।
বাধা-বিঘ্ন, হিংসা-বিদ্বেষ আসে যদি কভু
রক্তের পবিত্র টান ঠিক থাকে তবু।
দুটি দেহে এক প্রাণ জেনে রেখ সবে,
কখনো হবে না শেষ যুগ যুগ রবে।