দ. কোরিয়ায় প্রথমবার যমজ শাবক জন্ম দিল পান্ডা

যমজ শাবকের সঙ্গে আই বাও নামের স্ত্রী পান্ডাছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো যমজ শাবকের জন্ম দিয়েছে একটি পান্ডা। ৭ জুলাই দেশটির রাজধানী সিউলের এভারল্যান্ড রিসোর্ট থিম পার্কে জোড়া শাবকের জন্ম দেয় আই বাও নামের একটি স্ত্রী পান্ডা। এক বিবৃতিতে খবরটি জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

প্রথম শাবকটির ওজন ১৮০ গ্রাম এবং এর এক ঘণ্টা পরে দ্বিতীয় শাবকটির জন্ম হয়। দ্বিতীয়টির ওজন ১৪০ গ্রাম। সাধারণত পান্ডার যমজ বাচ্চা জন্ম দেওয়াকে খুবই বিরল হিসেবে দেখা হয়। সম্ভাবনা ৫০ শতাংশেরও কম। কারণ, জঙ্গলে মা পান্ডা কেবল একসঙ্গে একটি শাবকের যত্ন নিতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, মা এবং জোড়া শাবক ভালো রয়েছে। পার্কের কর্মকর্তারা তাদের সেবাযত্ন করছেন। এর আগে ২০২০ সালে আরও একটি শাবকের জন্ম দিয়েছিল আই বাও। বর্তমানে তিন বছর বয়সী ওই পান্ডার নাম ফু বাও।

পার্কের কর্মকর্তা কাং চেওল-ওন বলেন, ‘কোরিয়ায় প্রথমবারের মতো পান্ডার যমজ শাবক জন্ম নেওয়ায় আমি খুবই খুশি। তাদের ভালোভাবে যত্ন নেব। যাতে একটি সুন্দর পান্ডা পরিবার গড়ে ওঠে এবং তারা মানুষকে আনন্দ দিতে পারে।’