এসো হে কামিনী

অলংকরণ: তুলি

ধুলোর মতো সময় কুড়িয়ে কুড়িয়ে
একটা বিকেল জমিয়েছি
তোমাকে ভালোবাসব বলে।
সাধ্যের ভ্রুকুটি নিষ্প্রভ
অঙ্কুর হ্রেষায় স্বপ্নের নির্বাপণ
একাকী আকাঙ্ক্ষার ভাবনাগাছে বসন্তদূত
প্রভাকর হাত নাড়িয়ে শেষ গগনে গেলে
বুকের গভীরের পিপাসা জেগে ওঠে
তোমার রূপের তৃষ্ণায় মন ফেটে চৌচির
এসো হে কামিনী—
তোমার কামনায় হৃদয়ে জ্বলছে আগুন
শ্যাম্পেন–হ্রদের লাস্যময়ী ঢেউ নিয়ে
আছড়ে পড়ো আমার প্রেমসাগরে।