নিদাঘ দহন

কবিতাটি ২০২৪ সালের জুনে প্রকাশিত বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ‘তারুণ্য’ ম্যাগাজিনের দশম সংখ্যা থেকে নেওয়া।

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

তোমাকে ভালোবেসেছি বলে,

জনমভর কাটিয়ে দিলাম এক সাগর অশ্রুজলে,

নিদাঘ দহনে পুড়ছে অন্তর,

শুকনা পাতার মতো বিবর্ণ রঙ বুকের ভেতর,

হৃদয়ের তটে গড়েছি বিষাদ শহর।

পঞ্চমীর চাঁদ ডুবে যায় একসময়,

ধরিত্রীর দুয়ারে যুগযুগান্তর ফাগুন কড়া নেড়ে যায়,

ভালোবাসার কথারা মেঘের মতো ভাসে দখিনা হাওয়ায়,

সাহারার মতো তৃষ্ণার্ত এখন প্রতিটি প্রহর,

প্রণয়ের চাঁদে লেগেছে গ্রহণ,

বিষণ্নতায় ডুবে আছে অভিমানী মন,

নিঃসঙ্গ দুপুর ফুরিয়ে যায় নির্জনতায়,

তোমাকে দেখার আকুলতায় চোখের কাজল ধুয়ে যায়,

পঞ্চাশটি বসন্ত পার করেও প্রিয় ভুলিনি তোমায়।