শূন্য মাগো তুমি ছাড়া

অলংকরণ: মাসুক হেলাল

তোমায় ছাড়া দূর প্রবাসে
শূন্য ভীষণ লাগে,
এই কথাটা থাকতে দেশে
বুঝিনি তো আগে।
বুঝলে কি আর দূর প্রবাসে
তোমায় ছেড়ে আসি,
সত্যি গো মা তোমায় আমি
অনেক ভালোবাসি।
রাতদুপুরে দুচোখ ভেজে
তোমার কথা ভেবে,
কবে আমি যাব বাড়ি
স্নেহ–মায়া দেবে।
নিয়ম করে ওষুধ খেয়েও
ঘুমাইও ঠিক করে,
তোমার জন্য দোয়া করি
আমি নামাজ পড়ে।
ঋণগুলো সব শোধ হলে মা
আসব ফিরে বাড়ি,
হাওয়াই জাহাজ করে দেব
হাজারো মাইল পাড়ি।