তুমি ও ব্যথার সভ্যতা

প্রতীকীছবি: মো. শাহিন রেজা

জমে এভারেস্ট হওয়া দীর্ঘশ্বাস থেকে মুক্তি পেতে আমার একটা একান্ত গ্রহের অধিপতি হওয়া চাই। নীহারিকাসম দূরত্বে থাকা আপন মানুষকে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই—‘আমার তোমারে ছাড়া একদমই ভাল্লাগে না।’
তুমি সেই গ্রহ হও, যেখানে আমার হয়ে থাকা যাবতীয় ব্যথা-বেদনা আমাকে ছেড়ে যেতে যেতে বলবে—‘মানুষটাকে আগলে রাখো যথেষ্ট মুগ্ধতায়।’

আমাকে খুন হতে দেখলে তুমি নিজেই হিরোশিমা-নাগাসাকির মতো ধ্বংস হয়ে যাবে। তার চেয়ে বরং আগেভাগেই বিশ্বসভ্যতার ইতিহাসে আমাকে বাঁচিয়ে রাখো।

বন্ধু, ভৈরব বন্ধুসভা