মায়ের ছাদবাগান

মায়ের ছাদবাগান
ছবি: লেখকের সৌজন্যে

আমাদের ছাদবাগানটি একটি অপরূপ সৃষ্টি, যা মায়ের নিষ্ঠা ও ভালোবাসার প্রতীক। শহরের ঘনবসতির মধ্যে এই ছোট্ট বাগানটি একটি বিশ্রামের স্থান। যেখানে গাছপালা ও ফুলের আনন্দ উপভোগ করা যায়।

মা–বাবার সৎ উদ্যোগে আমাদের ছোট্ট সংসার গড়ে উঠে বরিশাল শহরে। দোতলা বাড়ির ছাদে মা ও আমার বোন বাগান তৈরি করেছিলেন। শাইখ সিরাজ স্যারের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানটি দেখে তিনি অনুপ্রাণিত হন এবং গাছ লাগান।

মা-বাবার সঙ্গে লেখক
ছবি: লেখকের সৌজন্যে

ছাদবাগানে রয়েছে রঙিন ডালিম, আমলকী, লেবুগাছ, পালংশাক, লাল টমেটো, মরিচগাছ, পুঁইশাক, সুগন্ধি সন্ধ্যামালতী, নীলকণ্ঠ, জাম্বুরা, নিমগাছ, পেয়ারাগাছ, তুলসীগাছ, বিলেতি ধনিয়া, ক্যাকটাস, মাল্টা ফলের গাছ, সবুজ লেমন গ্রাস, পুদিনার সতেজ পাতা ও নানা রঙের পর্তুলিকা।

ছাদবাগানটি আমাদের জীবনের রঙিন গল্প হয়ে উঠেছে। মায়ের হাতের স্পর্শে গাছগুলো বেঁচে আছে এবং নিয়মিত ফুল ফোটে।

এই ছাদবাগানটি শুধু গাছপালার সমাহার নয়, একটি পরিবারের ভালোবাসা, স্বপ্ন আর সৃজনশীলতার জীবন্ত দলিল। মায়ের বাগান আজও আমাদের শিখিয়ে যায় প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচতে, জীবনকে সুন্দর করে সাজাতে।

শিক্ষার্থী, সাউথ ইস্ট ইউনিভার্সিটি