প্রাক্তনকে ধন্যবাদ

অলংকরণ: মাসুক হেলাল

আপনি ভালোবেসেছিলেন বলেই জীবন সুন্দর ও সতেজ। আমাকে ভালোবেসে হারিয়ে দিয়ে আপনি জিতে যাওয়ার জন্য আমার জীবন আরও বেশি সুন্দর, সূক্ষ্ম ও সাবলীল। কিছু মুহূর্তের জন্য হলেও আমার মতো মানুষের জীবনে আপনার ভালোবাসার বিচরণ ছিল, যা আমার নস্টালজিক জীবনের অসীম প্রাপ্তি।

ধন্যবাদ আপনাকে; আমার মতো মানুষের জীবনে রং ছড়িয়ে রাঙিয়ে দেওয়ার জন্য। আপনার স্মৃতির দেয়ালজুড়ে বিষাদময় মুহূর্তগুলো অদ্ভুত রকমের সুন্দর, আবার অকথ্য ও অসহ্য পীড়াদায়কও বটে।

আপনার প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা আমার আমৃত্যু জন্মাক। বিশেষত আপনি আমাকে ভালোবেসেছিলেন বলেই আজ আমার আত্মার অভয়ারণ্যে মুক্ত অনুভূতির ছড়াছড়ি বইছে। আপনার ঠিকানায় আমি আজীবন কৃতজ্ঞতা ও ভালোবাসার আকাশ পাঠাব।

সৃষ্টিকর্তার দপ্তরে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকুন; পৃথিবীর চাদরে লেপটে থাকা মানুষগুলোকে ভালোবাসুন।

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ