আপনি আমার সুখ

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

আপনার আর আমার কিছু সুন্দর মুহূর্ত থাকুক। কিছু সুন্দর সময়। কিছু নির্ঘুম রাত। যখন কথা হবে না আমাদের বহুকাল। কথা বলার জন্যে বুকের ভেতরটা হাঁসফাঁস করে উঠবে। অলিন্দ নিলয়ে প্রিয়জন হারানোর ব্যথাটা বেড়ে যাবে দ্বিগুণ। তখন স্মৃতি রোমন্থন করব আজকের এই নির্ঘুম প্রশান্তিময় সময়টাকে।

বন্ধু, কিশোরগঞ্জ বন্ধুসভা