মাকে খুঁজতে খুঁজতে

অলংকরণ: মাসুক হেলাল

মাকে খুঁজতে খুঁজতে মাটির কাছে চলে এসেছি
মাটিকে খুঁজতে খুঁজতে মায়ের কাছে চলে যেতে চাই
হাঁড়িতে জিয়ল মাছ, লেজের ঝাপটে জল ছিটকায়
দুপ্রান্তে সুতো নিয়ে পৃথিবী, শিকড়ে শিকড় জড়িয়ে
দুবাহু বাড়িয়ে, নিশ্বাসে আলিঙ্গনে, মৃত্যু সঙ্গমে
উদয়-অস্ত, কোথায় গিয়ে মেলায়, মিলিয়ে যায়!
সরা থেকে জল, শীতল
স্নায়ুর ভেতরে গর্ভ, গর্ভের ভেতরে স্নায়ু
উল্টে শুয়ে থাকি, অচল অথবা বিকল
ঘড়া উল্টে, তুষের কণার মতো, কালদর্পী
শ্মশানে, আগুন নিভায়
ঘাসে ঘাসে, জড়িয়ে যায় পা
পেটে লকলকিয়ে বাড়ে, আজন্মলালিত ক্ষুধা
শূন্য এ বুকে, তারা খসা রাতে, নির্মম পতন
আগুন নেভাতে, মা তুমি কোথায়? তুমি কোথায়?