জোছনার হাট

অলংকরণ: আরাফাত করিম

একদিন আমার আকাশজুড়েও
ছিল রোদের ঝিলিক
ফকফকা আলোর ফোয়ারা
সূর্যের হাসির মূর্ছনায় উজ্জ্বল দিবালোক।
একটি সোনালি সকাল, উদাস দুপুর
আর হলদে বিকেল।
স্নিগ্ধ চাঁদের পেলবতায় রুপালি রাত
ছিল রাতের বিছানায় জোছনার হাট।
প্রেম ফুলে সজ্জিত পালঙ্ক
মায়াময় ঘুম; ঘোরলাগা স্বপ্ন।
তার একটু ধার চাওয়ার আকুতি জানিয়েছিলে।
আমি তো তার সবটুকুই দিলাম অকৃপণ হৃদয়ে
হৃদ্‌-মডেলেরও অর্ধেক দিয়ে দিলাম তোমায়।
অথচ আজ আমার ভূমে মরু সাহারা
রিক্ত আমি; খটখটে শূন্যতার হাহাকার
সব স্বপ্ন বিবর্ণ
আর তোমার রংমহলে জোছনার হাট!