গুপ্তধন

প্রতীকী

লিটন একটি দলের সঙ্গে পুকুর খননের কাজ করছে দীর্ঘদিন। প্রতিবছর চাঁপাপুর গ্রামে গ্রীষ্মকালে শুরু হয় নতুন পুকুর খনন অথবা সংস্কারের কাজ। একদিন কাজ চলাকালে হঠাৎ লিটনের কোদালের নিচে খট করে শব্দ হয়। ভালোভাবে লক্ষ করে দেখে, মাটির নিচে একটি সবুজ মরিচা পড়া মুখবন্ধ পিতলের ঘটি। লিটন ভাবল, এত দিনে তার ভাগ্য বুঝি ফিরল—পেয়েছে গুপ্তধন।

সে কাউকে না জানিয়ে ঘটিটি গামছায় পেঁচিয়ে পেটব্যাথার নাম করে রওনা দিল বাড়ির উদ্দেশে। মাঠ পেরিয়ে একটি স্লুইসগেট, তারপরেই গ্রাম। চুপিচুপি ঘটিটি দেখতে দেখতে অন্যমনস্কভাবে স্লুইসগেটে উঠতেই হোঁচট খেয়ে পড়ে গেল। হাত থেকে ঘটি ছিটকে পড়ল গভীর পানিতে। পাক খেয়ে এগিয়ে চলা তীব্র পানির স্রোতে মুহূর্তেই তলিয়ে গেল সেটি। লিটন হতভম্ব হয়ে তাকিয়ে রইল পানির দিকে।

বন্ধু, রাজশাহী বন্ধুসভা