এক কাপ চা
ব্যস্ত নগরীর দেয়ালজুড়ে কষ্টের ছাপ
ঘূর্ণন বাতাসে নিকোটিনযুক্ত অক্সিজেন,
হিজল তমাল গোলাপ ঢেকেছে ধুলোয়
তমসাচ্ছন্ন জীবন বৈচিত্র্যের ক্লান্ত পরিশ্রান্ত।
তবু অপেক্ষা করি প্রভাতের নতুন সূর্যের
মায়ের হাতে বানানো এক কাপ পবিত্র চা—
যেখানে লুকিয়ে আছে নিরেট ভালোবাসা,
তাই তো ঘাসের ওপর স্বচ্ছ শিশিরে স্বপ্ন দেখি।