তোমাকে ভালোবাসতাম। অথচ সমাজ আমাদের ভালোবাসা দেখেনি, দেখেছে ধর্মের ভিন্নতা। বিচারের দাবিতে ধর্মকর্তাদের বৈঠক। দূরের গ্রাম থেকে ছুটে এসেছেন ঠাকুর, পুরোহিত আর মোল্লা-কাজী। সবার দাবি, ‘এটা অন্যায়। ফাঁসি হওয়া চাই।’
আদালতের রায়ে সারি সারি রজনীগন্ধা আর কাঠগোলাপে ঢেলে সাজানো হলো ফাঁসির মঞ্চ। চারিদিকে উৎসব, প্রেমের দায়ে প্রেমিকের ফাঁসি।
রাত ১২টা বেজে ১ মিনিট। দুজন জল্লাদ এসে জানতে চাইলেন আমার শেষ ইচ্ছে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বীরদর্পে চিৎকার করে অন্ধ সমাজকে জানিয়ে দিলাম,
‘ধর্ম বলতেই মানুষ জানি, এরচেয়ে বড় ধর্ম নাই;
ধর্মান্ধতা দূর হয়ে যাক, সুন্দর পৃথিবী দেখতে চাই।’
বন্ধু, গাজীপুর বন্ধুসভা