প্রেয়সী
মানুষের চোখের মতো সুন্দর কি কিছু আছে? তোমার চোখগুলো যে অদ্ভুত রকমের সুন্দর! যে চোখের মায়া থেকে চোখ ফেরানো বড় দায়। তোমার প্রেমে পড়েছিলাম ওই চোখ দেখেই। আমার সঙ্গে কথা না বললে হয়তো তোমার কিছু আসে যায় না। তবে আমার খারাপ লাগে। নিজেকে বাড়ি না ফেরা ক্ষুধার্ত পাখির মতো লাগে।
আমি তোমাকে ভালোবাসি। কথাটা তোমাকে বলতে না পারার দুঃখ কীভাবে কাটিয়ে উঠি? রবীন্দ্রনাথের মতো বলতে ইচ্ছে করছে, ‘আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই!’
আসলে মানসিকভাবে কারও ওপর নির্ভরশীল হওয়া খুব খারাপ জিনিস। তবু সব জানা সত্ত্বেও আমরা বারবার একই জিনিসই করি; ভালোবাসলে না করে থাকা যায় না। কতশত চাহিদা আর অর্থের বুলি আওড়াই প্রতিদিন। কিন্তু কারও প্রেমে পড়ে যাওয়ার পর আর কিচ্ছু মাথায় থাকে না। বিশ্বাস করো তুমি, ভালোবাসায় কোনো যুক্তি খাটে না।
মন থেকেই চাই, যে যাকে ভালোবাসে, তার কাছ থেকেই যেন সব মনোযোগ পায়, শেষ পর্যন্ত তাকেই যেন পায়।
‘সবশেষে তোমারে যে পাইল, সে যেন ফুল ভালোবাসে। সে যেন তোমারে সামলায় ঠান্ডা মেজাজে।’
ইতি
ইমরান
মিরপুর ১০, ঢাকা