বুদ্ধিজীবী দিবস

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছে এক শিশুফাইল ছবি

চৌদ্দ ডিসেম্বর উনিশ শত একাত্তর
কাঁপছে সবুজ বাংলা থরথর।
বিজয়ের সূর্যকে নিভিয়ে দিতে
শেষ কামড় বসাল হানাদার, রাতে।
অধ্যাপকের দরজায় কড়া নেড়ে,
প্রকৌশলীকে ঘুম থেকে ডেকে তুলে,
চিকিৎসককে টেনেহিঁচড়ে বের করে,
সাংবাদিককে পিছমোড়া বেঁধে রেখে,
রাতের আঁধারে ঝা ঝা গুলির শব্দে
গগনবিদারী চিৎকার।
চাপ চাপ রক্তের আলপনা
হার মানল পৃথিবীর সকল কল্পনা।
জাতির বিবেক বুদ্ধিজীবীদের হত্যা করে
লাশের পাহাড় সাজিয়ে থরে থরে।
সূর্যসন্তানদের করে নিঃশেষ
ওরা নিতে চায় শাসকের বেশ।