শরতের শুভ্রতা
আশ্বিনে শরতের আগমন
সবুজ ঘাসে শিশির বিন্দুর আরোহন
নীল দিগম্বরে শুভ্র মেঘের মেলা
নদীর ধারে কাশফুল করে শুধু খেলা
আকাশে বাতাসে শুধুই শীতলতা
প্রকৃতি কেড়েছে সমস্ত মলিনতা
হারিয়েছে সব ব্যর্থতার দীর্ঘশ্বাস
বুক ভরে নিচ্ছে সবাই সতেজ নিশ্বাস
বসুন্ধরায় শুধুই শান্তির বিচরণ
আশ্বিনে শরতের আগমন