অণুকাব্য

১.
আমায় তুমি দুঃখ দেয়ার ছলে
ভাসো কেন একা চোখের জলে?
২.
রাতগুলো কি দীর্ঘ হলে আজও
অন্ধকারে আমায় তুমি খোঁজো?
৩.
ভীষণ ব্যথায় কাঁদো তুমি রাতে
মুখ লুকিয়ে গোপন আর্তনাদে?

৪.
এখনো কি একলা হাঁটো তুমি
পথে পথে আমার চরণচুমি?
৫.
কার অপেক্ষায় দাঁড়াও পথের বাঁকে
সে-ও কি তোমার ছবি বুকে আঁকে?
৬.
একলা থাকার ভীষণ একা দিনে
জড়াও কেন আমায় মায়ার ঋণে?

৭.
তোমার অমন আগুনরঙের ঠোঁটে
দুঃখ কেন ফুলের মতো ফোটে?
৮.
ভুল সময়ে ভুল মানুষের প্রেমে
পড়লে তুমি ঝুলবে ভুলের ফ্রেমে।
৯.
তাই তো বলি, এবার কাছে আসো
মান-অভিমান নিয়েই ভালোবাসো।
১০.
আমার গলায় পরাতে চাও ফাঁসি
বলো তবে, ‘তোমায় ভালোবাসি।’