এই দিন, এই রাত
পাশাপাশি রাখা দুটি হাত
আরে বাহ, স্বপ্ন ছুঁয়ে
অবাক চোখ মেলে তাকিয়ে।

বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ল,
মনটা যেন থমকে গেল
ভালো হবে এখন তোমার মন
ঝুমঝুম রিমঝিম বৃষ্টি আসবে যখন।

এই কবি,
ঐ মনে কার ছবি?
কাকে নিয়ে কর কল্পনা?
কাকে নিয়ে দেখছ স্বপ্ন?

চলো রুমঝুম বৃষ্টিতে হই মগ্ন
এই মনে যার ছবি
সে আছে কল্পনায়
ক্যানভাসে আঁকি তাকে
মাধুরী মিশিয়ে আল্পনায়।
সে আমি মিশে আছি তোমার মনের দৃষ্টিতে
এসো মেতে উঠি আজ এই বৃষ্টিতে।