যদি অনুমতি দিতে

অলংকরণ: মাসুক হেলাল

তোমার চোখ ও ওই সমুদ্র
সে এক নিকটতম আত্মীয়।
খোলা আকাশ ও মেঘের মতো
দূরত্ব আছে, অথচ বিচ্ছিন্ন না।
ভীষণরকম মিল তোমাদের।
গভীর অর্থ রাখে যুগল শব্দে,
সে শব্দ দূরত্বের নয়,
বন্ধন যেন নিবিড় ও ঘনিষ্ঠের।
যদি অনুমতি দিতে সমুদ্র হতাম,
অথবা শরতের অদৃশ্য বাতাস।
দিনমান ছুঁয়ে যেতাম তোমার চুল,
শিহরণে রেখে যেতাম
আমার সঙ্গে থাকার গল্প।
যদি অনুমতি দিতে,
তবে আরও ঘনিষ্ঠ হতাম।
সশরীরে না হোক, নীরবে,
হিমেল বাতাসের মতো জড়িয়ে।