অভিমান

মডেল: তুজ্জি ও রাজনছবি: কবির হোসেন

অভিযোগ থেকে যখন অভিমানের সৃষ্টি, তখন প্রিয়জনের সেই অভিমানের বরফ গলাতে একটু কাঠখড় পোড়াতে তো হবেই। সংসারে প্রিয় মানুষটির প্রতি নিজের একান্ত বেশি অধিকারবোধ থেকেই নানা অভিযোগের সৃষ্টি, যার সূত্র ধরে মাঝেমধ্যে অভিমান।

সেই অভিমান ভাঙাতে সব সময় নিজেকে দোষী হিসেবে প্রিয় মানুষটির সামনে উপস্থাপন করে কিছু একটা উপহার দিয়ে অভিমানের মীমাংসা করতে হয়।

শুনেছি ছোটবেলায় নাকি তার জোনাকি ধরার শখ ছিল। তাই এবার অভিমান ভাঙাতে একটি স্বচ্ছ কাচের বোতলে কিছু জোনাকি ভরে এনে তাকে উপহার দিয়ে অভিমানের ইতি টানলাম। জোনাকির মিটিমিটি আলো আমাদের দুজনের অভিমানের অন্ধকার মিটিয়ে দিল।