সেই অভিমান ভাঙাতে সব সময় নিজেকে দোষী হিসেবে প্রিয় মানুষটির সামনে উপস্থাপন করে কিছু একটা উপহার দিয়ে অভিমানের মীমাংসা করতে হয়।
শুনেছি ছোটবেলায় নাকি তার জোনাকি ধরার শখ ছিল। তাই এবার অভিমান ভাঙাতে একটি স্বচ্ছ কাচের বোতলে কিছু জোনাকি ভরে এনে তাকে উপহার দিয়ে অভিমানের ইতি টানলাম। জোনাকির মিটিমিটি আলো আমাদের দুজনের অভিমানের অন্ধকার মিটিয়ে দিল।