প্রবাসী

কাজ করছেন প্রবাসী শ্রমিকেরাছবি: সংগৃহীত

জন্ম ওদের এ মাটিতেই থাকে পরের দেশে
জীবন ছোট্ট জেনেও প্রবাসে কাটায় হেসে।
রেমিট্যান্স যোদ্ধা ওরাই বাড়ায় দেশের মান
বিপদ আপদ আসে তবু বাজি রাখে জান।

বাবা–মা আর পরিজন সবারেই থাকে ভুলে
কষ্ট ওদের দেখে না কেউ থাকে অন্তরালে।
একটু ভালো থাকার জন্য দূর দেশে থাকে
শত কষ্ট হলেও ওরা গোপন করেই রাখে।