প্রবঞ্চনা

ছবি: এআই/বন্ধুসভা

মাথার ওপর জমছে কাজল মেঘ,
বুকের গহিন ফুটছে নীলাভ রাত;
ক্লান্ত ডানায় জীবন হারায় বেগ,
শিকলবন্দী বিপ্লবী দুই হাত!
বুকের বাগান অপূর্ণতার ফুলে,
হচ্ছে রঙিন নিঝুম যন্ত্রণাতে;
পথ হারালাম স্বপ্ন ছোঁয়ার ভুলে,
হয় না সকাল আটকে গেলাম রাতে।
ভাঙলে এ কূল গড়ছে ও কূল নদী,
গ্রীষ্ম গেলেই বর্ষা আসবে ঠিক;
সব কূলে মোর ভাঙছেই নিরবধি,
বিবর্ণতায় হাসছে চতুর্দিক!
নিথর ধরায় নেই তো উন্মাদনা,
দীর্ঘশ্বাসে ঝরছে হলুদ পাতা;
গল্পে কেবল নিঠুর প্রবঞ্চনা,
শূন্য আমার প্রাপ্তি লেখার খাতা!