পরাজিত আমি
এখনো হতে পারিনি সেভাবে সমর্পিত
যেভাবে ভালোবেসেছ তুমি।
এক শ বছর পেছনে ফিরে যাই,
চাই অমন করে বাসতে ভালো।
সেই নাফ নদীর তীরে টেকনাফ শহরে,
যেখানে ভালোবাসার ইতিহাস কথা বলে মাথিনের কূপ।
আমার হিয়ার প্রতিটি স্পন্দনে আবির্ভাব ঘটে মাথিনের,
আমি লজ্জিত হই ভালোবাসার দাবি তুলে।
আমি কি পেরেছি তোমাকে অমন করে ভালোবাসতে,
না আমি পারিনি তেমন করে।
তোমাকে দেখার জন্য কবে বলো অন্নজল ত্যাগ করেছি,
ধীরে ধীরে উৎসর্গ করেছি মৃত্যুর কালশিটে অন্ধকারে।
না আমি এসব পারিনি কোনো দিন,
আমি যে মাথিন হতে আসিনি পৃথিবীতে।
অতি সাধারণ একজন নারী আমি,
তোমাকেই শুধু চেয়েছি আমার করে।
এখানে আমি পরাজিত, লোভের আগুনে তৃষ্ণা মেটে না আমার কোনোকালে।
যদি নিঃশর্তভাবে নির্লোভ আমি হতাম,
তবে মাথিনের মতো করে দেহাবশেষ জলাঞ্জলি দিয়ে
ভালোবাসতাম।
কিন্তু আমার অক্ষমতা পরাজিত করে দেয় মাথিনের কাছে,
আমি আর ভালোবাসার দাবি তুলতে পারি না।
একদিন যদি মাথিন হতে পারি আমি,
ভালোবাসার দাবি নিয়ে আবার বলব ভালোবাসি তোমাকে।