বাবুই পাখির বাসা

বাতাসে দোল খাচ্ছে বাবুই পাখির শৈল্পিক বাসাছবি: হাসান মাহমুদ

তালের গাছে বাবুইর বাসা
মৃদু বায়ে নড়ে,
ঝড়-তুফানে তবু বাসা
ভেঙে নাহি পড়ে।

বাবুই হলো বাসা বোনার
নিপুণ কারিগর,
অতি সুন্দর করে বানায়
নিজের থাকার ঘর।

বায়ুর গতির উল্টো দিকে
ঘরের মুখটি খাসা,
কঠিন ঝড়েও ভাঙে না তাই
বাবুই পাখির বাসা।

নিচের দিকে মুখ রেখে তার
ঝুলন্ত নীড় গড়ে,
বৃষ্টির পানি ঘরের ভেতর
কভু নাহি পড়ে।

বাবুইর মতো বুদ্ধি করে
যে বাঁধে তার ঘর,
শান্তি সুখে থাকে তথায়
বংশপরম্পর।