জোনাকি মন

প্রতীকীছবি: অধুনা

খোলা জানালাটা বন্ধ হয়নি
দখিনের ঝিরিঝিরি বাতাসে হাসনাহেনার গন্ধ,
তোমার উপস্থিতির সরব পূর্বাভাস।
উপমায় সাজানোর সুকঠিন ব্যর্থ প্রয়াস
যুগল চোখ সেজে ওঠে অনিন্দ্যসুন্দরের বহরে,
নৃত্যের ছন্দে মায়াবী রাতের মোহভঙ্গ।
হৃদয়ের শার্শিতে আচমকা বিদ্যুৎ খেলে যায়
কোন জাদুকরি স্পর্শ ডেকে নিয়ে চলে গ্রহান্তরে,
ভালোবাসায় বেঁধে রাখে মনের স্বপ্নজাল।
নক্ষত্রের মেলায় বসে মধুচন্দ্রিমার হাট
ভালোবাসার সপ্তর্ষিমণ্ডলে জাগে জোয়ারের প্লাবন,
হাজার আলোর পসরায় বাসর গড়ে জোনাকি মন।