ধূসর প্রহরের গল্প

প্রতীকী ছবিপ্রথম আলো

জীবন এক চিরন্তন মায়ার খেলা,
বাঁশির সুরে ভেসে আসা সুখের মোহ,
বাতাসে মিলিয়ে যায় প্রতিটি স্বপ্ন।
সময় যেন এক অদৃশ্য কারিগর,
প্রতিটি মুহূর্তের সঙ্গে গড়ে তোলে জীবনের সেতু,
সেই সেতু ভাঙে বৃষ্টির জলে,
মানুষের আকাঙ্ক্ষা পড়ে থাকে ভিজে পাতা হয়ে।
প্রত্যাশার পাহাড়ে চূড়া খোঁজে মানুষ,
তবু স্রোতের বিপরীতে হাঁটা কঠিন,
জীবনের গন্তব্য জানে না কেউ,
ধূসর প্রহরের গল্পে আঁকা আছে আমাদের পথ।
মাটির কাছাকাছি এসে বোঝা যায়—
সব পথই ফিরে যায় এক চিরকালীন শূন্যতায়।